শাখা ব্যাবস্থাপক (Branch Manager)
Fiha Group
United Kingdom
On-site
GBP 100,000 - 125,000
Full time
Job summary
একটি আর্থিক প্রতিষ্ঠান যুক্তরাজ্যে শাখার ব্যবস্থাপক নিয়োগ করছে। আপনি শাখার আর্থিক কার্যক্রম তদারকি করবেন, ঋণ বিতরণ এবং পরিশোধ প্রক্রিয়া সহজ করবেন। প্রার্থীকে শাখার লক্ষ অর্জনে সহায়তা ও কর্মীদের উৎসাহিত করতে হবে। এই পদে কাজের মান উন্নয়নে পরিকল্পনা করতে হবে।
Responsibilities
- শাখার দৈনির্থাণিক আর্থিক কার্যক্রম সঠিক সম্পন্ন করা।
- গ্রাহকদের সমস্যা বা অভিযোগ সমাধান করা।
- দৃশ্যমান প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতি দেখাতে হবে।
দায়িত্ব
- শাখার দৈনির্থাণিক আর্থিক কার্যক্রম ( ঋণ বিতরন , সংগ্রহ হিসাবরক্ষণ ) সঠিক সম্পন্ন করা
- শাখার আর্থিক লক্ষ অর্জন নিশ্চিত করা
- ঋণের আদায় ও পুনরুদ্ধার কার্যক্রম তদারকি করা
- শাখার আয়-ব্যায়ের হিসাব নিয়মিতভাবে সংরক্ষন ও প্রধান অফিসে রিপোর্ট পাঠানো
- মাঠকর্মীদের কার্যক্রম তদারকি ও নির্দেশনা দেওয়া
- কর্মীদের উৎসাহিত করে নির্ধারিত লক্ষ্য পূরণের সহায়তা করা
- শাখার উপস্থিত ও শৃংখলা রক্ষা নিশ্চিত করা
- গ্রাহদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে ঋণ বিতরন ও পরিশোধ প্রক্রিয়া সহজ করা
- ঋণ খেলাপিদের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা
- গ্রাহকদের সমস্যা বা অভিযোগ সমাধান করা
- দৈনিক, সপ্তাহিক ও মাসিক কার্যক্রমের রিপোর্ট প্রস্তুত করে হেড অফিসে জমা দেয়া
- শাখার কাজের মান উন্নয়নে পরিকল্পনা তৈরী করা
- দৃশ্যমান প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতি দেখাতে হবে